বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনে সাম্প্রতিক সময়ে যোগদানকৃত সিনিয়র অফিসার, আইন অফিসার, অফিসার ও উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কর্পোরেশন সম্পর্কিত কর্ম-পদ্ধতি অনুধাবন ও অনুশীলনের লক্ষ্যে 'বুনিয়াদী প্রশিক্ষণ' প্রদানের বিষয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা প্রদান করে। বর্তমান বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংক্রমণজনিত কারণে সামাজিক দূরত্ব রক্ষার্থে অনলাইন প্লাটফর্ম (জুম ক্লাউড মিটিংস) ব্যবহার করে কর্মকর্তাগণকে প্রশিক্ষণ প্রদান আশাব্যঞ্জক মর্মে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মৌখিক সম্মতি জ্ঞাপন করেন। এরই ধারাবাহিকতায় গত ০৯.০৫.২০২০ হতে ১৬.০৫.২০২০ পর্যন্ত ৭ (সাত) দিনব্যাপী একটি অনলাইন বুনিয়াদী কোর্স (পার্ট-১) আয়োজন করা হয়। সরকারী সাধারণ ছুটির মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উক্ত কোর্সে ৪৪জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণ কোর্সের পার্ট-২ আয়োজন করার ব্যাপারেও কর্তৃপক্ষ নির্দেশনা প্রদান করেন। যার ফলশ্রুতিতে গত ১৮.১০.২০২০ হতে ০২.১১.২০২০ তারিখ পর্যন্ত ০৯ কর্মদিবসব্যাপী কোর্সটির পার্ট-২ আয়োজন করা হয়। পার্ট-২ এ ৩৯জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্পোরেশনের অভ্যন্তরীণ প্রশিক্ষণে (In House Training) শুদ্ধাচার কৌশল, প্রশাসন, হিসাবায়ন, পাবলিক সার্ভিস ইনোভেশন, এপিএ, সাইবার সিকিউরিটি, সরকারী কর্মচারীদের আচরণ বিধিমালা, পাবলিক প্রকিউরমেন্ট ম্যানেজমেনট, অটোমেশন অব বিএইচবিএফসি, তথ্য অধিকার আইন-২০০৯ ও সুশাসন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ কোর্স-মডিউলে অন্তর্ভূক্ত করা হয়েছে। এছাড়া Green Financing-প্রেক্ষিত আবাসন খাত, Good Governance, Sources of Pleasure in Services, Moments of Truth in Service Satisfaction ইত্যাদি আত্ম-সমীক্ষণ ও আত্ম প্রজ্ঞা এবং সচেতনতা ও নৈতিক প্রণোদনামূলক বিষয়ও অন্তর্ভূক্ত করা হয়েছে। কর্পোরেশনের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন Good Governance এর উপর দুটি সেশন পরিচালনা করেন।
প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধনী ও সমাপনী দুটি অধিবেশনেই কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক দুটি ক্লাস সেশন পরিচালনা করেন।
কোর্সটির ক্লাস লেকচার ডাউনলোড করার জন্য নিম্নোক্ত লিংকে ক্লিক করুনঃ