গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে বিএইচবিএফসি’র স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তি : ২০২০-২০২১ অনুযায়ী কর্পোরেশনের ১০ম ও তদুর্ধ্ব গ্রেডের প্রত্যেক কর্মকর্তাকে APA বিষয়ে জনপ্রতি ০৫(পাঁচ) ঘন্টা প্রশিক্ষণ প্রদানের বাধ্যবাধকতা রয়েছে। সে মোতাবেক এপিএ’র শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের নিমিত্ত ইতোমধ্যে ১৭৮ জন কর্মকর্তাকে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ): ২০২০-২০২১’ শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কিন্তু সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক এপিএ-তে কিছু পরিবর্তন আনায় কর্পোরেশনের ১০ম ও তদুর্ধ্ব গ্রেডের সকল কর্মকর্তাকে APA বিষয়ে প্রশিক্ষণ প্রদান করার প্রয়োজন অনুভূত হওয়ায় ১৮-১৯ এপ্রিল, ২০২১ রোজ রবিবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজন করা হয় ‘APA Formulation & Implementation’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স। কোর্সটিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ও এপিএ টিম লিডার জনাব এ. বি. এম. রুহুল আজাদ Concept of Government Performance Management System এবং যুগ্ম সচিব ও এপিএ ফোকাল পয়েন্ট জনাব রুখসানা হাসিন APA Guidelines এর উপর প্রাঞ্জল ও জ্ঞানগর্ভ আলোচনা করেন। কোর্স অনুষ্ঠানের শুরুতে কর্পোরেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম স্বাগত বক্তব্যে প্রদান করেন।
জাতীয় শুদ্ধাচার কৌশল (এনআইএস), ই-গভর্ন্যান্স ও ইনোভেশন, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও তথ্য অধিকার ইত্যাদি আবশ্যিক কৌশলগত উদ্দেশ্য ও কর্মপরিকল্পনার বিপরীতে ৩০ নম্বর এবং মন্ত্রণায়/বিভাগের কৌশলগত উদ্দেশ্যের বিপরীতে ৭০ নম্বর বিভাজন করে ২০২১-২০২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রণীত হয়েছে, যার সফল বাস্তবায়নে গ্রাহক সেবা সন্তুষ্টি এবং শুদ্ধতা ও স্বচ্ছতা বিধানে প্রতিষ্ঠান আরো এগিয়ে যাবে।
জনপ্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি
নিশ্চিতকরণ এবং দক্ষতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ২০১৪-১৫ অর্থবছরে
প্রবর্তন করে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বা এপিএ। বর্তমানে ৫৮টি মন্ত্রণালয়/বিভাগ,
৩৪৪টি দপ্তর/সংস্থা এবং ১৬৫০০ এর অধিক সরকারী দপ্তর এপিএ স্বাক্ষর করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান ক্ষুধা, দারিদ্র, শোষণমুক্ত একটি সুখী সমুদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন।
তিনি বলেছিলেন-'সরকারী কর্মচারী ভাইয়েরা আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে এবং জাতীয় স্বার্থকে সব কিছুর উর্ধ্বে স্থান দিতে হবে'।
তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে,
একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিনির্মাণে, সরকারী কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা
বৃদ্ধি ও গতিশীলতা আনয়নে এবং সুশাসন সুসংহত করার লক্ষ্যে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সরকার চালু করে প্রতিষ্ঠানকেন্দ্রিক ও ফলভিত্তিক এপিএ।
মূলত সরকারী কর্মসম্পাদন ব্যবস্থার
আওতায় এপিএ একটি জনকল্যাণমুখী প্রশাসনিক সংস্কার। এপিএ মূলত একটি সরকারী দপ্তরের এক
বছরের কর্মপরিকল্পনার দলিল। এই কর্মপরিকল্পনায় সরকারের নির্বাচনী ইশতেহার, পঞ্চবার্ষিক
পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা-২০৪১, টেকসই উন্নয়ন অভিষ্ঠ-২০৩০ সহ সরকারের অগ্রাধিকার
প্রকল্প সংক্রান্ত লক্ষ্যমাত্রা প্রতিফলিত হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলায়
কোন মানুষ গৃহহীন থাকবেনা। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের আলোকায়নে এবং সরকার ঘোষিত রূপকল্প
ও এসডিজি বাস্তবায়নে আবাসন খাতে নিরলস কাজ করে যাচ্ছে বিএইচবিএফসি। এরই ধারাবাহিকতায়, এপিএ সংক্রান্ত এই প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন