২১.১০.২২

‘Financial Reporting and IT Based Accounting’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স

 

কর্পোরেশনের হিসাবায়ন প্রক্রিয়া আধুনিকীকরণ ও সহজিকরণের লক্ষ্যে আইসিটি অপারেশন বিভাগ কর্তৃক General Accounting Software (GAS) প্রস্তুত করা হয়েছে। এই সিস্টেম ব্যবহার করে বিএইচবিএফসি’র সদর দপ্তরসহ সকল জোনাল অফিস, রিজিওনাল অফিস ও শাখা অফিসের আর্থিক বিবরণী যেমন Voucher, Cashbook, Journal, Ledger, Subsidiary Ledger, GL Statement, Trial Balance, Income Statement, Balance Sheet ইত্যাদি প্রস্তুত করা যাচ্ছে।

সফটওয়্যারটি সদর দফতর, হিসাব ও অর্থ বিভাগ ও সকল শাখা অফিসসমূহে সফলভাবে চলমান রয়েছে। বিগত ১৪.০২.২০২১খ্রি. তারিখে মাননীয় চেয়ারম্যান মহোদয় পাইলটিং কার্যক্রম উদ্বোধন করেন। পরবর্তীতে ৬টি ধাপে সদর দফতর ও শাখা অফিসসমূহের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সফটওয়্যারটি ব্যবহার করে ২০২০-২০২১ এবং ২০২১-২০২২ অর্থ বছরের হিসাব সমাপ্তির কাজ সম্পন্ন করা হয়। বর্তমানে হিসাব সমাপণান্তে সফটওয়্যারটির কতিপয় মডিফিকেশন, আপগ্রেডেশন এবং বহিঃঅডিট ফার্মের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে রিপোর্টিং ফর্মের উন্নয়ন সাধন করা হয়েছে। এ প্রেক্ষিতে সফটওয়্যারটির কার্যপরিধি ও সঠিক ব্যবহারবিধি সম্পর্কে বিএইচবিএফসির সকল শাখায় কর্মরত হিসাবায়ন সংক্রান্ত কাজে জড়িত কর্মকর্তা-কর্মচারীগণকে বৃহৎ পরিসরে উক্ত প্রশিক্ষণের আওতায় আনার নিমিত্ত অদ্য ২১ অক্টোবর, ২০২২ শুক্রবার, কর্পোরেশনের সদর দফতস্থ ট্রেনিং ইনস্টিটউটে অনুষ্ঠিত হয় দুইদিন ব্যাপী ‘Financial Reporting and IT Based Accounting’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচ। হিসাবায়ন কাজে জড়িত কর্পোরেশনের ৩৩জন ৫ম-১৩তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারী এতে প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। 

কর্পোরেশনের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আব্দুল মান্নান কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির শুভ উদ্বোধন ঘোষণা এবং একটি ক্লাস সেশন পরিচালনা করেন। এছাড়া মহাব্যবস্থাপক(হিসাব) জনাব পারভীন আকতার General Accounting Software (GAS) বিষয়ে একটি সেশন পরিচালনা করেন। কোর্সটির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাব্যবস্থাপক(ট্রেনিং) জনাব মো: খাইরুল ইসলাম।

কোর্সটির ২য় ব্যাচ ২৮-২৯ অক্টোবর, ২০২২ এর পরিবর্তে ০৪-০৫ নভেম্বর, ২০২২(শুক্র ও শনিবার) অনুষ্ঠিত হয়। ২য় ব্যাচে মোট ৩৪জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কোর্সটির ক্লাস লেকচারের জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ

'Financial Reporting and IT Based Accounting’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স ম্যাটেরিয়াল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন