১৪.১২.১৭

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)’র বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত হয়েছে। গত ১৮ জুন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আবদুল মুহিত এমপি-এর উপস্থিতিতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সরকার পক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এ চুক্তিতে স্বাক্ষর করেন। বিএইচবিএফসি’র পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব শেখ আমিনউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্ত্তী। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয় ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬-২০১৭ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন লক্ষ্য অর্জনে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য সফলতা রয়েছে। এ প্রেক্ষাপটে ২০১৭-২০১৮ অর্থবছরে কর্মসম্পাদনের লক্ষ্য সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হলো।


বাংলাদেশের নিম্ন, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের আবাসিক সমস্যা সমাধানের মাধ্যমে তাদের জীবন-মান উন্নয়নের রূপকল্প সামনে রেখে এতুদ্দেশে ঋণ-সহায়তা প্রদানই বিএইচবিএফসি’র লক্ষ্য। কার্যত: প্রতিষ্ঠানটির ঋণ সহজলভ্যকরণ, বিনিয়োগকৃত অর্থ আদায় এবং  এক্ষেত্রে নাগরিকের জন্য সর্বাধিক সেবা ও সন্তুষ্টি নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের জন্য সুনাম ও মুনাফা অর্জনে দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে এ চুক্তি সম্পাদিত হয়। এ চুক্তির আওতায় ঋণ-প্রদান ও আদায়ের পাশাপাশি অফিসের শাখা অটোমেশন ও ডিজিটালাইজেশন বাস্তবায়ন, মামলা-মোকাদ্দমা নিষ্পত্তি, আর্থিক ব্যবস্থাপনার মানোন্নয়নে নিরীক্ষা কার্যক্রম জোরদারকরণ এবং অডিট আপত্তি নিরসনে কার্যকরী ব্যবস্থা গ্রহণে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়াবলী সন্নিবেশিত হয়েছে। উল্লেখ্য, মন্ত্রণালয়ের সাথে সম্পাদিত উক্ত চুক্তির শর্ত অনুযায়ী প্রতিষ্ঠানের মাঠ-পর্যায়ের প্রতিটি অফিসসমূহের সাথে সদর দফতরের আলাদা আলাদা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন