১৪.১২.১৭

বিএইচবিএফসি’তে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স


বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ট্রেনিং সেন্টারে গত ২৯-১০-২০১৭ তারিখে অফিসার, সিনিয়র অফিসার ও ল’অফিসার পদে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কর্মকর্তাদের বুনিয়াদী কোর্স শুরু হয়।  ব্যবস্থাপনা পরিচালক জনাব দেবাশীষ চক্রবর্ত্তী প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. দৌলতুন্নাহার খানম, মহাব্যবস্থাপক, মহাবিভাগ-১। এ সময়ে মহাব্যবস্থাপক মোঃ আমিন উদ্দিন ও মোঃ জাহিদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

 ১৫ কর্মদিবস ব্যাপী এই কোর্সটি শেষ হয় ১৬.১১.২০১৭ তারিখে।কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আমিনউদ্দিন আহমেদ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আমিন উদ্দিন, মহাব্যবস্থাপক (মহাবিভাগ-৩)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল হক, মহাব্যবস্থাপক (মহাবিভাগ-২)। এ সময় কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন